০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আকরাম হোসেন,

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তাঁরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের ওয়াহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন একজন ঠিকাদার। সেখানে কাজ করছিলেন ১০-১২ জন শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে লোহার পাইপ বসানোর সময় সেটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই রুবেল ও রাকিবুল। বাড়ির লোকজন ও শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজ বেলা একটার দিকে বলেন, নিহত দুই শ্রমিকের লাশ হাসপাতালে রাখা আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, গভীর নলকূপ বসানোর কাজটি করছে মনির ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারের তত্ত্বাবধানেই কাজ করছিলেন ওই দুজন শ্রমিক। তাঁদের এমন মৃত্যু দুর্ভাগ্যজনক।

Tag :

আপলোডকারীর তথ্য

Dainik Jobab

আমাদের অনলাইন নিউজপেপারে আপনাদের স্বাগতম। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলা, গাড়ি ভাংচুর, দুই ডিবি পুলিশ আহত

গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার
আকরাম হোসেন,

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তাঁরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের ওয়াহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন একজন ঠিকাদার। সেখানে কাজ করছিলেন ১০-১২ জন শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে লোহার পাইপ বসানোর সময় সেটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই রুবেল ও রাকিবুল। বাড়ির লোকজন ও শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজ বেলা একটার দিকে বলেন, নিহত দুই শ্রমিকের লাশ হাসপাতালে রাখা আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন, গভীর নলকূপ বসানোর কাজটি করছে মনির ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারের তত্ত্বাবধানেই কাজ করছিলেন ওই দুজন শ্রমিক। তাঁদের এমন মৃত্যু দুর্ভাগ্যজনক।