জানেন কি? মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার ভালোবাসার মানুষের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, জানেন কী? একটা মেয়ে তার জীবনের সবসময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য এবং সন্তান হওয়ার পর সন্তান এর জন্য । তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার সপ্ন। মেয়েরা পারেনা তার মনের মতো চলতে। অনেক সময় এগুলো নিয়ে ভাবতে ভাবতে মেয়েরা তাদের নিজের জীবনের কথায় ভুলে যায়। মেয়েরা পারেনা তাদের ছোট ছোট স্বপ্ন গুলো পুরোন করতে, পারেনা কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে মেয়েরা খুব ভালো আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে মেয়েরা খুব খারাপ। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষের কাছে মেয়েরা খুব প্রিয় অথচ তার কথা মতো তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে মেয়েরা খুব খারাপ বেইমান। শুধু মাএ একটা মেয়ে ই জানে এই সমাজে চলতে হলে তাকে কতো বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজার বার চিন্তা করতে হয়। এই সমাজ কী বলবে? মেয়ে নামক শব্দটির অর্থ একেক জন এর কাছে একেক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাস ঘাতক কারো কাছে খুবই খারাপ। আসলে মেয়েরা বিশ্বাস ঘাতক বেইমান খারাপ এগুলো কিছুই না। সকলেই মেয়েদের কে বুঝতে ভুল করে। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তান ই এই পৃথিবীর মুখ দেখতো না।
০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মেয়ে মানেই কি বিশ্বাসঘাতক?
- আইরিন জাহান রিফা
- আপডেট সময় ০৭:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- 94
Tag :
নারীর কথা
জনপ্রিয় সংবাদ